পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের জবাব দেওয়াই শ্রেয় সাকিবের কাছে

Picture of ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সময়টা যাচ্ছিল খুবই খারাপ। ব্যাটে নেই ধার, বোলিংয়েও ভীষণ মলিন৷ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দেশ-বিদেশে তাই সাকিব আল হাসানের ফর্ম নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকেই। কড়া সমালোচনাই করেছিলেন সাবেক ভারত ব্যাটার বীরেন্দর শেবাগ। ডাচদের বিপক্ষে ম্যাচ জেতানো এক ইনিংস খেলে সাকিব অবশ্য জানিয়েছেন, কাউকে জবাব দেওয়াটা তার কাজ নয়।  

ব্যাটিংয়ের সবচেয়ে খারাপ সময়েও সাকিবের সাধারণত বোলিংটাও ভালো হয়। তবে বিশ্বকাপে সেটাও হচ্ছিল না। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ব্যাটে-বলে থাকেন নিজের ছায়া হয়ে। এই ম্যাচের পর খেলোয়াড় হিসেবে সাকিবের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাকে অবসরে যাওয়ারও দাবি তোলেন শেবাগ। তবে ডাচদের বিপক্ষে চাপের মুখে দারুণ এক ফিফটি করে তিনি সহ অন্য সব সমালোচনার যেন একটা উত্তরই দিয়েছেন সাকিব। 

তবে ম্যাচ সেরা সাকিব সংবাদ সম্মেলনে সেদিকে আর যেতে চাননি। কারণ তার মতে, খেলোয়াড়ের আসল কাজ তিন বিভাগে দলের জন্য অবদান রাখা, কে কী বলল তা নয়। “একটা খেলোয়াড় কখনও একটা প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয়, তাহলে ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা। আর বোলার হলে তার কাজ হচ্ছে ভালো বোলিং করা। উইকেটটা ভাগ্যের ব্যাপার। সে যফি ফিল্ডার হয়, তার কাজ হচ্ছে প্রতিটা রান আটকানো, ক্যাচ ধরা। এখানে কাউকে উত্তর দেওয়ার কিছু নেই।”

শেবাগ আরও বলেছিলেন, সাকিবের শীর্ষ পর্যায়ে আর দেওয়ার কিছু নেই। তবে এই ব্যাপারেও বাউন্সারে পুল করে দিয়েছেন বাংলাদেশ তারকা। “আমার মনে হয় একজন খেলোয়াড় যে এখন খেলছে, তার কাজ হলো দলের জন্য অবদান রাখা। সেটা সে না করতে পারলে স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি এটা খুব খারাপ কিছুও না।”

পুরো ক্যারিয়ার জুড়েই যখনই সাকিবের অনেক সমালোচনা হয়েছে, তিনি জ্বলে উঠেছেন। এবার তো দলে জায়গা নিয়েও জোর প্রশ্ন উঠছিল। এমন সময়ে স্বাভাবিকের চাইতেও কাজটা বেশ কঠিন হয়ে যায়। তবে বরাবরের মতো এবারও চাপকে জয় করে সাকিব খেলেন ৬৪ রানের দারুণ ইনিংস।

কীভাবে বারবার এটা করে দেখান সাকিব? তিনি সব কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি। “আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময়ই আমার প্রতি অনেক দয়াশীল। এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ আমাকে ভালো কিছু দিয়ে দেন। তাই তার প্রতি শুকরিয়া যে ভালো কিছু করতে পেরেছি।”

Related News